বরগুনার বেতাগী সদর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান নজরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ।
সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর স¤পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেতাগীর ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ওই তালিকায় বেতাগী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলামকে আওয়ামী লীগ থেকে মনোনীত করা হয়।পরে সোমবার (১৫-৩-২১) মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভায় গণভবন থেকে ঘোষিত মনোনয়ন বোর্ডের তালিকায় তার নাম কর্তন করে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ন কবির খলিফাকে নতুনভাবে মনোনীত প্রার্থী হিসেবে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১২ জুলাই বরগুনায় ইয়াবা সেবনকালে একটি আবাসিক হোটেল থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলামসহ তিনজনকে আটক করে পুলিশ।
এ অভিযোগে তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের মামলার অভিযোগ থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয় বলে জানা যায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply