নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে দেশের ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক ইউইয়ন পরিষদ নির্বাচনে বরগুনা জেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন-বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে শরীফ ইলিয়াস উদ্দিন আহম্মেদ স্বপন, গৌরচন্না ইউনিয়নে মো. আবদুস কুদ্দুস খান, ফুলঝুড়ি ইউনিয়নে মো. গোলাম সরোয়ার, কেওড়াবুনিয়ায় মোশারেফ হোসেন, আয়লা-পাতাকাটায় এম. মজিবুল হক কিসলু, বুড়িরচর ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান, ঢলুয়ায় আজিজুল হক স্বপন, বরগুনা সদরে মো. আবদুল কুদ্দুস (আলো আকন), নলটোনায় মো. আলমগীর বিশ্বাস।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে এইচ এম মনিরুল ইসলা, ককুয়ায় বোরহান উদ্দিন আহম্মেদ, আঠারোগাছিয়ায় মো. হারুন অর রশিদ, হলদিয়ায় মো. শহীদুল ইসলাম, চাওড়ায় মো. আখতারুজ্জামান খান, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে সোহেলী পরভিন; বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মো. নওয়াব হোসেন, বেতাগী মো. নজরুল ইসলাম, হোসনাবাদ মো. খলিলুর রহমান খান, মোকামিয়ায় জালাল গাজী, বুড়ামজুমদার ইউনিয়নে সৈয়দ গোলাম রব, কাজিরাবাদ মো. মোশাররফ হোসেন, সরিষামুড়ি ইউনিয়নে ইমাম হাসান সিপন ; বামনা উপজেলার বামনা ইউনিয়নে চৌধুরি কামরুজ্জামান, রামনায় মো. নজরুল ইসলাম ও ডৌয়াতলা ইউনিয়নে কামরুল ইসলাম নিজাম মৃধা। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে গোলাম নাসির, কাকচিড়ায় মো. আলাউদ্দিন পল্টু এবং কাঁঠালতলী ইউনিয়নে মো. শহীদুল ইসলাম নৌকা প্রতিক পেয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply