হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
০৭ মার্চ রোববার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,
সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল প্রমুখ।
এছাড়া বিভিন্ন অফিসের প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের তোরা দিয়ে প্রধান অতিথি, প্রশাসন, মুক্তিযোদ্ধা,বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগসংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply