পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে অর্থমন্ত্রীর আসনে পরাজয়ের পরিপ্রেক্ষিতে শনিবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাভোটে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনে হারলে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে বিরোধী দলের আসনে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, ‘এই লোকেরা মনে করছে তারা আমার ওপর অনাস্থার তলোয়ার ঝোলাতে পারবেন এবং এই (প্রধানমন্ত্রীর) আসন আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ইমরান খান বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে দুর্নীতির সব মামলা সমাপ্ত করে ছাড়বো।’
এর আগে বুধবার ৯৬ আসনের সিনেটে ৪৮টি আসনে নির্বাচন হয়। নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) সংখ্যাগরিষ্ঠ ২৬টি আসনে জয় লাভ করলেও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখের আসনে হেরে যায়। অর্থমন্ত্রীর এই পরাজয়কে ইমরান খানের জন্য বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Designed by: Sylhet Host BD
Leave a Reply