1. sm.khakon0@gmail.com : udaytv :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ও ১৭মার্চ জন্মশত বার্ষিকী সম্পন্ন করার লক্ষ্যে বানিয়াচংয়ে প্রস্তুতি মূলক সভা

এস এম খোকন
  • বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ও ১৭ মার্চ জন্মশত বার্ষিকী সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বানিয়াচংয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৩ মার্চ বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ, আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাও শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা যাবতীয় কর্মসূচী সফল করার লক্ষ্যে সকলের ঐকান্তিক সহযোগিতার পাশাপাশি প্রচারের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন জেলার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন সুন্দরভাবে পালনের লক্ষ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা কাজকরে যাচ্ছি।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৭ মার্চ সোলাটেকা গ্রামের পার্শ্ববর্তী শাখা কুশিয়ারা নদীর পাড় হইতে লক্ষীবাউর জঙ্গল (খরতীর জঙ্গল) পর্যন্ত মোট ৫ কিলোমিটার রাস্তা হাজারো মানুষের সমন্বয়ে ম্যারাথন প্রতিযোগিতা পরিচালনা করা হবে।

এতে উপস্থিতদের থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তিনি ম্যারাথন কার্যক্রমে সকলকে অংশ গ্রহনের জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD