ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতা-কর্মীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে রওনা দিলে পুলিশ তাদেরকে শিক্ষাভবন এলাকায় বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে।
সচিবালয় মোড়ে পুলিশের বিপুল সংখ্যাক সদস্য অবস্থান নিয়েছে। সচিবালয় সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply