হবিগঞ্জের বানিয়াচংয়ে “সার্কেল ডে” অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বানিয়াচং থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত উক্ত “সার্কেল ডে ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাশ, আজমিরীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্তসহ থানা-ফাড়ীতে কর্মরত সকল অফিসারগন উপস্থিত ছিলেন।
উক্ত “সার্কেল ডে ” অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সভায় শেখ মোঃ সেলিম বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সহায়ক ও দুই থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে অফিসারদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply