বরগুনা প্রতিনিধি ॥ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বরগুনায় অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র ও বিউটি পার্লার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কার্যালয়ে চেম্বার অব কমার্সের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ টায় শীতবস্ত্র ও বিউটি পার্লার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সহ-সভাপতি আলহাজ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবদুল মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জহিরুল হক পনু, সদস্য সচিব মো. নাসির উদ্দিন প্রমূখ।
এ সময় একশ জনের মাঝে কম্বল ও একশ জনের মাঝে সোয়েটার এবং ১৫ জনের মধ্যে বিউটি পার্লার কিটসহ ট্রলিব্যাগ বিতরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply