হবিগঞ্জের বানিয়াচং বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন কোভিড-১৯ এর টিকা গ্রহন করেছেন। ১০ ফ্রেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকায় আজকের দিনের প্রথম ব্যক্তি হিসেবে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা গ্রহন করেন।
এব্যাপারে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন বলেন, সাংবাদিকসহ সকলকে উৎসাহ দেওয়ার লক্ষে আমি অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকাটি দিলাম। তিনি বলেন টিকা নেওয়ার পরথেকে আমার মাঝে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। তিনি সবাইকে অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়ার আহবান জানান।
এব্যাপারে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা আক্তার বলেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সসহ সারাদেশে এক যোগে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে। সবাইকে দ্রুত টিকা গ্রহন করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply