বীরেন্দ্র কিশোর সরকার, বরগুনা ॥ বরগুনার তালতলীতে দুই ভাই-বোনকে ২০০ গ্রাম গাঁজাসহ এবং পাথরঘাটায় ৩৭১ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। শুক্রবার (৫-২-২১) রাত ৮টা থেকে সাড়ে ৯টার টার দিকে এদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন-পাথরঘাটার ৯ নম্বর ওয়ার্ডের আরিফের স্ত্রী শিরিন (৩৫), একই এলাকার মৃত হাতেম আলী মৃধার মেয়ে মুর্শিদা (৫০)
এবং তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে লিটন (৪৫) ও মেয়ে রুবি বেগম (২৫)।
পুলিশ জানায়, তালতলীর ঠাকুরপাড়া এলাকা থেকে রাত সাড়ে ৯ টার দিকে লিটন (৪৫) ও রুবি বেগম (২৫) নামের মাদক ব্যবসায়ী ভাই-বোনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপর দিকে কোস্টগার্ড জানায়, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাল সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রির সময় পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৩৭১ পিস ইয়াবাসহ শিরিন ও মুর্শিদা নামের দুই নারীকে আটক করে।
কোস্টগার্ড পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিয়ে দুই নারীকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে তালতলী ও পাথরঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply