এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে জাকিয়া খাতুন (৬২) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলা সদরের চৌধুরী পাড়া গ্রামের মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। ০৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
জাকিয়া খাতুনের সন্তান জুবেল ঠাকুর জানান সন্ধ্যার পর তার মাকে বাড়িতে রেখে বাজারে বিস্কিট আনতে যান জুবেল ঠাকুর। এসে দেখেন রক্তে রঞ্জিত অবস্থায় ঘরের মেঝেতে পড়া মায়ের নিথরদেহ। মাথায় হাতুড়ি গাঁথাসহ মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, তদন্ত ওসি প্রজিত কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবর পেয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে শান্তনা দেয়ার পাশাপাশি প্রকৃত খুনীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার সাথে জড়িত প্রকৃত খুনীদের বর করতে পুলিশ কাজ শুরু করছে। দ্রুত সময়ের মধ্যেই এ খুনের ঘটনার রহস্য উদঘাটন করতে থানা পুলিশ কাজ করে যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply