বীরেন্দ্র কিশোর সরকার, বরগুনা : ‘বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচিত হলে পৌরবাসীর সকল প্রত্যাশা পূরণের দায়িত্ব আমার’।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার (২৫-১-২১) রাতে বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত নৌকা প্রতীকের পথসভায় এ ঘোষণা দেন।
তিনি বলেন, বরগুনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে। এখানকার সকল উন্নয়নে তিনি প্রাধান্য দিয়ে থাকেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনায় প্রধানমন্ত্রীর প্রার্থী হচ্ছে মহারাজ। মহারাজকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে পৌরবাসীর সকল প্রত্যাশা পূরণের জন্য যদি প্রয়োজন হয় আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নিয়ে প্রধানমন্ত্রীর পা ধরে হলেও আপনাদের সকল প্রত্যাশা পূরণ করবো।
পথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বরগুনা পৌরসভার বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেন এই পৌরসভাকে কুক্ষিগত করে রেখেছেন। তিনি এ পৌরসভাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। পৌরসভার কয়েকশ’ ঠিকাদারের মধ্যে তিনি তার জামাতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের নামে পৌরসভার শত শত কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে লুটপাট করেছেন।
তিনি আরো বলেন, আমার ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র। মাদারীপুর পৌরসভাকে আমার ছোট ভাই পৌরবাসীর মনের মত করে সাজিয়েছে। মহারাজও আমার ছোট ভাই। বরগুনা পৌরসভা নির্বাচনে মহারাজকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে মাদারীপুর পৌরবাসীর মনের মতো করে সাজাতে আমার যে প্রচেষ্টা ছিল, ঠিক একই প্রচেষ্টা এই বরগুনা পৌরসভার জন্যও আমার থাকবে।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুর সঞ্চালনায় আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতালেব মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, সাবেক মেয়র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান, মেয়র প্রার্থী এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply