হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবারও প্রার্থীতা ঘোষণা করেছেন গত কমিটিতে দায়িত্ব পালন করা যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম সাইফুল ইসলাম সেলিম।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা সদরে অবস্থিত বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২১ইং ত্রিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টাদের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টা হাজী আলাউদ্দিন, সদস্য সচিব খলিলুর রহমান,সদস্য কামরুজ্জামান সজলু ও ডাঃ আবু তাহে’রসহ উপস্থিত ছিলেন বি এস ডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির আহমেদ, ব্যবসায়ী আল-সাফা ক্লথ ষ্টোর এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মোস্তফা,শান্ত সু ষ্টোর এর মালিক বুলবুল আহমেদ মোশাহিদ,ব্যবসায়ী জিয়া উদ্দিন,মুছা উল্বা,বজলু খান, এস এম খলিলুর রহমান রাজু,আনোয়ার হোসেন,ওলি মিয়া,জুবায়ের খান,আব্দু ছালাম,প্রবাসি মোশাহিদ মিয়া,মুজিবুর রহমান,কবির মিয়া,সহ ব্যবসায়ী,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ।
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম সাইফুল ইসলাম সেলিম বলেন গত কমিটিতেও আমি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছি। চলতি বছরে আমাকে নির্বাচিত করলে ব্যবসায়ীদের সকল প্রকার বিপদ আপদে কাছে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply