এস এম খোকন ॥ সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেছেন যেকোন কাজ করার পূর্বে কর্ম পরিকল্পনা তৈরী করুন।
কর্ম পরিকল্পনা না থাকলে কাজে গতি ও সফলতা আসেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ম পরিকল্পনা করছিলেন বলেই দেশ আজ জিটিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া অনেকটাই সহজ হয়ে গেছে। কর্ম পরিকল্পনাও আন্তরিকতার সাথে কাজ করলে কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশী থাকে। জনগণ কাজ নিয়ে আসলে তাদের সাথে ভাল ব্যবহার করুন।
কাজ করাতে এসে সাধারণ জনগণ কাউকে স্যার না বলার কারণে রাগ করবেন না। মনে রাখবেন জনগণের ট্র্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।
সকলের সম্মিলিত ভাবে কাজ করলেই কেবল বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। ১৩ জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকার সময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান (ঊর্মি), বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মিনার উদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম,ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ সৈয়দ, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন,এস এম সাইফুল ইসলাম সেলিম, এস এম খলিলুর রহমান রাজুসহ বানিয়াচং উপজেলায় কর্মরত বিভিন্ন অফিস প্রধান প্রমুখ।
মতবিনিময় সভাশেষে প্রধান অতিথি উপজেলা চত্তরে একটি ফলজ গাছ রোপন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply