এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মো সেলিম।
বিথঙ্গল পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন’র সভাপতিত্ত্বে ও অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আব্দুস ছত্তার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, স্থানীয় মুরাদপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল, হবিগঞ্জ ও অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা ১৪ নং বিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকদের বক্তব্য শোনেন এবং দাঙ্গা, সন্ত্রাস, পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া ও প্রযুক্তির অপব্যবহার রোধে অপরাধ মুক্ত সমাজ গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রীম তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সর্বসাধারনকে অনুরোধ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply