হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ২০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
সে বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের ক্বারী নিয়ামত উল্লার পুত্র। ২৭ ডিসেম্বর রোববার রাত আট ঘটিকায় উপজেলা সদরের ২নং ইউনিয়নে অবস্থিত আদর্শবাজার মবু মিয়ার করাত মিলের কাছ থেকে অভিযান চালিয়ে জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) মোঃ রকিবুল হাসান সংগীয় ফোর্সের সহায়তায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন।
জেলা বিশেষ শাখার ওসির দায়িত্বে থাকা এসআই মোঃ রকিবুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা মোফাজ্জল হোসেনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply