হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২০-২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২১ ডিসেম্বর সোমবার বিকালে বানিয়াচং খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আমন সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মিল মালিক সামির আলী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা অসিম কুমার তালুকদারসহ গুদামের বিভিন্ন কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লাগে।
শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থ্যার পাশাপাশি কৃষিক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়েছে।
ধান সংগ্রহ কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি ২০২১ইং পর্যন্ত চলবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply