হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলা পরিষদ বনাম উপজেলা প্রশাসনের মাঝে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় উপজেলা প্রশাসনকে হারিয়ে উপজেলা পরিষদ বিজয়ী হয়। ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা নেতৃত্ব দেন।
উত্তেজনা পূর্ণ খেলাটি মাঠ ভর্তি দর্শক উপভোগ করেন। এপূর্বে উপজেলা পরিষদ ও প্রশাসনের মধ্যে এধরণের প্রতিযোগিতা কখনও বানিয়াচংয়ের মানুষ উপভোগ করেননি। পরে বিজয়ীসহ সকল খেলুয়ার বৃন্দকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
খেলায় উল্লেখ যোগ্যদের মাঝে অংশনেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা,
আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, যুবলীগ নেতা ছায়েব আলী,ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, এরশাদ আলী, সহকারি প্রোগ্রামার মোফাজ্জল হোসেন, যুবউন্নয়ন সহকারী মহিউদ্দিনখান,এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, এডভোকেট তুহিনসহ দুইদলের ১৬ জন ।
খেলা পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিও ফয়জুর রহমান রুবেল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply