এস এম খোকন ॥ বানিয়াচংয়ে গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের চলমান কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
১৪ ডিসেম্বর সোমবার সকালে তিনি উপজেলার জাতুকর্ণপাড়া,রঘুচৌধুরী পাড়া, বুরুজপাড়া ও নন্দীপাড়া গ্রামে নির্মনাধীন ঘরের চলমান কাজ তদারকি করেন। এছাড়া বানিয়াচং উপজেলা পরিষদ মাঠসহ বিভিন্ন গ্রামে হত দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান (ঊর্মি), ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,ইউপি চেয়ারম্যান, হাবিবুর রহমান, রেখাছ মিয়া প্রমুখ। পরিদর্শন কালে জেলা প্রশাসক বলেছেন মুজিববর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী প্রধানমন্ত্রী গৃহহীনদের সরকারি টাকায় ঘর নির্মান করে দিচ্ছেন।
এ প্রক্রিয়া চলমান থাকলে ভবিষ্যতে কেউই গৃহহীন থাকবে না। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২০টি করে ঘর দেওয়ার আশ্বাস দেন। এছাড়া বানিয়াচং বেষ্টিত ঐতিহ্যবাহী গড়ের খালকে দ্রুত দখল মুক্ত করতে ইউএনও ও এসিল্যান্ডকে নির্দেশ প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply