এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া,আব্দুল আহাদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন অফিসের প্রধান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়।
১৯৭১ সালের এইদিনে রাজাকার,আলবদর,আল শামসরা হত্যাযজ্ঞ চালিয়ে জাতির সূর্য সন্তানদের হত্যা করেছিল। আমি এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের রূহের মাগফেরাত কামনা করছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply