হবিগঞ্জ প্রতিনিধি ॥ “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
২ ডিসেম্বর বুধবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রধান, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ,সাংবাদিক, ইউপি চেয়াম্যানসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে।
তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
পরে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২টি স্টল ঘুরে দেখেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply