এস এম খোকন॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন (এসডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত কর্মশালার অনলাইনে শুভ উদ্ভোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল মর্জিনা আক্তার, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, সহকারি কমিশনার আফিয়া আমিন সম্পা, সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, ইউপি চেয়ারম্যান জয়কুমার দাশ, শেখ সামছুল হক, গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, আহাদ মিয়া, মোঃ আব্দুল কদ্দুছ,
ফজলুর রহমান খান, সহকারি শিক্ষা অফিসার হাসিবুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি। কর্মশালায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ১০ গ্রুপে বিভিন্ন পর্যায়ের ৫০জন লোক অংশ নেন।
পরে সূচকের ভিত্তিতে বাংলাদেশের এসডিজি অগ্রাধিকার তালিকায় অর্ন্তভূক্তির লক্ষে ১০টি গ্রুপ থেকে উপজেলায় তুলনা মূলক পিছিয়ে থাকা বিভিন্ন লিখিত পরামর্শ গ্রহন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply