1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর ॥ মজিদ খান এমপি

Reporter Name
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৯৯ বার পড়া হয়েছে

এস এম খোকন ॥ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বানিয়াচং উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের লোকজন একযোগে দিনরাত কাজ করে যাচ্ছেন।

বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। একটি সুন্দর বানিয়াচং নির্মানে সকলের সহযোগিতা চেয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান ঊর্মি,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়াম্যান শেখ শামছুর রহমান, গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, রেহাছ মিয়া, প্রমুখ। এছাড়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সাথে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার, উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এর পূর্বে প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসের আধুনিকায়ন শেষে শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বানিযাচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাবুল তালুকদার, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবু ইউসুফ, আসাদুর রহমান খান, মোঃ কাইয়ুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ-শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD