1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ক্রেতার ছদ্মবেশে নির্বাহী অফিসার’র অভিযান ॥ পাখি বিক্রেতার দন্ড

Reporter Name
  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৫৫ বার পড়া হয়েছে

এস এম খোকন ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্রেতার ছদ্মবেশে উপজেলা নির্বাহী অফিসার’র অভিযানে দুই পাখি বিক্রেতাকে কারাদন্ডসহ উদ্ধারকৃত ১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫ঘটিকার উপজেলার নোয়াগড় এলাকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ক্রেতার বেশে ঐ গ্রামের জুনাব আলীর পুত্র মোঃ আলঙ্গীর মিয়া (২৩) ও একই গ্রামের ফুরুক মিয়ার পুত্র লুতু মিয়া (২০) ১২টি বকসহ আটক করেন।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান বলেন বন্য প্রাণী (সংরক্ষণ) আইন,২০১২ অনুযায়ী আটককৃতদের ১৫ (পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করার পাশাপাশি উদ্ধারকৃত ১২ টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়েছে।

অতিথি পাখি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Designed by: Sylhet Host BD