এস এম খোকন ॥ ৫০ শয্যা বিশিষ্ট বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী বিভাগ উদ্বোধন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন ফিতা কেটে প্যাথলজী বিভাগের শুভ উদ্বোধন করেছেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্থানীয়ভাবে টেকনিশিয়ান নিয়েগের মাধ্যমে প্যাথলজী বিভাগ চালু করা হলো।
এতে করে লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সেই কমমূল্যে রুটিন, গ্রুপিং,হেপাটাইটিস বি ভাইরাস, প্রস্রাবের রুটিন,প্রেগন্যান্সি,টাইফয়েড,সিফিলিস,ডেংগু ভাইরাসসহ গুরুত্বপূর্ণ পরিক্ষা ও রক্ত পরিসঞ্চালন করা যাবে।
পরে এমপি মজিদ খানের সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহপরান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, কাজল চ্যাটার্জি, শেখ মারুফ আহমদ, ডাঃ প্লুটো চক্রবর্তী, ডাঃ নাহিদ আফরুজ নিশি প্রমুখ।
সভাপতির বক্তব্যে এমপি মজিদ খান বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। গত ১২ বছরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। যতদিন বেঁেচ আছি সংসদীয় আসনের মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করে যেতে চাই। এরই অংশ হিসেবে প্যাথলজী বিভাগ
Designed by: Sylhet Host BD
Leave a Reply