1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যায় নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থাপনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

এস এম খোকন ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যায় হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বানিয়াচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান. সামাজিক সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা লোকজন। রত্না থেকে আতুকুড়া পর্যন্ত প্রায় ৩কিলোমিটার সড়ক জুড়ে বিভিন্ন স্থানে এলাকার লোকজন মানববন্ধনে যোগ দেন।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকা থেকে নুর হোসেনের সভাপতিত্বে আতুকুড়া এলাকায়,আলী আক্তার চৌধুরীর সভাপতিত্বে রত্নায় ও ভবানীপুর সড়কে ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয়কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে

বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক অরূপ কুমার দাশ, সাত গ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানালাল দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জি, পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাশ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিধান দাশ, ইউপি সদস্য

প্রদ্বিপ দাশ, নির্দন দাশ, হাবিবুর রহমান চৌধুরী,সমির ন দাশ, নাসির উদ্দিনন জসিম উদ্দিন, শেখ এবাদত, ইমন চৌধুরী, শেখ তানভীর, আশরাফুল সরদার, আব্দুল হক সর্দার,আলী ইসলাম, শিমুল, হিরা মিয়া,
জাহাঙ্গীর মিয়া,মাহমুদ, লাল মিয়া,হারুন চৌধুরী, আলী হায়দার,কাশেম মিয়া সহ বিভিন্ন সংগঠন ও এলাকার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান। সেখানে সরকারি ১শ একর খাস জমি ও হাজার হাজার একর কৃষি অকৃষি জমি রয়েছে।

এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে সরকারের অন্তত পক্ষে দুই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এখানে যে অবকাঠামো ও গবেষনাগার রয়েছে ইচ্ছা করলে এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব।

তাদের দাবী একটি তৈরী জায়গা থাকতে আরেকটি জায়গা নতুন করে তৈরী করে সরকারের হাজার হাজার কোটি টাকা অপচয় করার কোন যুক্তিকথা নেই। তা ছাড়া উক্ত জায়গাটি হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ অত্যান্ত ভালো।

সার্বিক দিক বিবেচনা করে সরকার এবং জনসাধারনর স্বার্থে আইনটি সংশোধন করে কৃষি বিশ্ববিদ্যালয়টি নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD