1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

এস এম খোকন ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার, মোঃ এনামুল হক,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ফায়ার সার্ভিস অফিসার শেখ সৈয়দ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেছেন বণ্যা, অগ্নিকান্ড, করোনাসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দকে নিয়ে আমরা একযুগে কাজ করে যাচ্ছি।

ফলে কোন দুর্যোগেই জনগণকে না খেয়ে থাকতে হয়নি। যে কোন দুর্যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বণ্ঠন করা হচ্ছে। যতদিন বেচেঁ আছি এলকাবাসীর সুখে দুঃখে পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। সকলের সম্মিলিত প্রচেষ্ঠাই কেবল আমাদেরকে সকল প্রকার দুযোগ থেকে দ্রুত প্ররিত্রান দিতে পারে।

একই সাথে কণ্যা দিবস সম্পর্কে আলোচনা সভা ও ১৫০জন কৃষকের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD