এস এম খোকন ॥ বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক ওয়ারেন্ট ভূক্ত ডাকাতসহ বিভিন্ন মামলার পলাতক ৬ আমামীকে গ্রেফতার করেছে।
০৪ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একাদিক ডাকাতি ও চুরির মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহির মিয়া (৩২) কে গ্রেফতার করে।
সে বানিয়াচং উপজেলার বাগজোর গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র। এছাড়া একই উপজেলার বভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত কালনজুড়া গ্রামের লুৎফুর হকের পুত্র শামছুল হক (৪৫), আলমপুর গ্রামের মুতাব্বির মিয়ার পুত্র রানা মিয়া (২৩), বাগজোড় গ্রামের রাইছ উল্লার পুত্র তৈয়ব আলী (৫৫), দুর্গাপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র মাসুম মিয়া (৩৬) ও পৈলার কান্দি গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মহিত মিয়া (৩৮) কে পুলিশ গ্রেফতার করেছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন বর্তমানে অপরাধীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।
যেকোন ধরনের অপরাধ সংগটিত হওয়ার পুর্বে পুলিশকে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই কেবল সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মুল সম্ভব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply