হবিগঞ্জ প্রতিনিধি ॥
বানিয়াচংয়ে গবাদি প্রানির টিকাদান কর্মসূচী বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্ধোগে,কারিতাস সিলেট অঞ্চলের পরিবার ও সমাজ ভিত্তিক বন্যার পূর্ব প্রস্তুতি প্রকল্পের মাধ্যমে ফ্রান্স এর অর্থায়ায়নে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে ।
২২ আগষ্ট থেকে ৩১ আগষ্ট কর্মসূচিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতিটি পাড়ার বাড়ি, বাড়ি গিয়ে কার্যক্রম বাস্থবায়ন করা হয় ।
বানিয়াচং উপজেলার প্রাণি সম্পদ বিভাগের ডাঃ মোঃ সাইকুল ইসলামের নির্দ্দেশনায় এবং উক্ত বিভাগের কর্মকতা মি. দীপক রঞ্জন দে’র মাধ্যমে টিকা প্রদান করা হয় । অত্র কেম্পেইনে মোট ২ হাজার ৩শ ৫০টি গরু, ২শ টি, ছাগল, ৩শ টি মুরগ, ১শ ১৭ টি ভেড়া, ৫শ টি হাঁস কে টিকা প্রদান করা হয়েছে ।
এছাড়া ৫শ টি গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ানো হয় । কর্মসূচি বাস্তবায়নকালে ইউনিয়ন দুর্যোগ ব্যস্থাপনা কমিটির সদস্য মোঃ মন্তাজ মিয়া মোঃ আশরাফ উদ্দিন ,মোছাঃ রহিমা বেগম উপস্থিত ছিলেন ।
কারিতাস প্রতিনিধি মি. স্বপন ভট্টাচার্য্য, মি. সুকুমার এস কস্থা, মি. মিঠুন আন্তনী ডিও উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply