এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তাজিয়া মিছিল ও অশ্লিল নাঁচগান বন্ধ হয়ে গেছে। ৩০ আগষ্ট রোবাবর দুপুরে বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘীর পূর্বপারস্থ হায়দার শা’র মাজারে আশুরা উপলক্ষে নারী পুরুষ একত্রিত হয়ে অশ্লিল নাঁচ গানে লিপ্ত হয়।
পরে তারা তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে মিছিল ও অশ্লিল নাচগান বন্ধ করেন । প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বানিয়াচংয়ের আলেম সমাজ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জানান, মাজারে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতির সময় উপস্থিত হয়ে তাদের মিছিল বন্ধ এবং উপস্থিত লোকজনকে তৎক্ষণাৎ মাজার ত্যাগ করতে বলা হয়।
এছাড়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পুলিশ বাহিনী কে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply