হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গর্ভধারিণী মায়ের সাক্ষীতে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার দেওয়ান দিঘীর দক্ষিন পাড় গ্রামের মৃত আরকান আলীর পুত্র মনসুর আহমদ (৪৫) ।
তার মা হাজেরা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ আগষ্ট রাত ১২ ঘটিকায় গাঁজাসহ তাকে গ্রেফতার করে ।
পরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদ রানা মনসুরের মা এবং আপন ভাইয়ের সাক্ষী ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এব্যাপরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান মনসুর আহমদের বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে। সে ইতি পূর্বেও বেশ কয়েকবার মাদকের মামলায় জেলে ছিল।
তিনি আরো বলেন হবিগঞ্জের সু-যোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় বানিয়াচং থানাপুলিশ মাদক জুয়া দাঙ্গাসহ সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply