1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

তিন মাসে সাত হাজার কর্মি ছাটাইয়ের সিদ্ধান্ত মার্ক এন্ড স্পেন্সারের প্রভাব পড়বে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাষ্ট্রিতেও

Reporter Name
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৭০ বার পড়া হয়েছে

মতিয়ার,চৌধুরী লন্ডনঃ ব্রিটেনের অন্যতম রিটেইলার প্রতিষ্টান মার্ক এন্ড স্পেন্সার কোম্পেনী তিন মাসে সাত হাজার কর্মি ছাটাইয়ের ঘোষনা দিয়েছে।

মার্ক এন্ড পেন্সার কর্র্তৃপক্ষ জানিয়েছে কোভিড-১৯এর কারনে তাদের হাইষ্ট্রিট সপগুলোতে অন্য যে কোন সময়ের তুলনায় কাষ্টমার কমেছে ৪৫%, যদিও ক্রেতারা অনলাই এবং হোমডেলিভারী মাধ্যমে তাদের পন্য কিনছেন, তার পরেও মন্দার কারনে তাদের এই পদক্ষেপ নিতে হচ্ছে।

শুধু মার্ক এন্ড স্পেন্সারই নয় টেসকো, আজডা, প্রাইমার্ক এবং সেন্সবারির মত বড় বড় প্রতিষ্টান গুলোও কর্মি ছাটাই করছে। মার্ক এন্ড স্পেন্সার তাদের সফগুলোতে সবধরনের সার্ভিস দিয়ে থাকে। তবে ব্রিটিশ মধ্যবিত্তদের পোষাকের জন্য জনপ্রিয় প্রতিষ্টান মার্ক এন্ড স্পেন্সার এবং প্রাইমার্ক। মার্ক এন্ড স্পেন্সার আরো জানিয়েছে মন্দার কারনে বিদেশ থেকে তৈরী পোষাক আমদানী হ্রাস করেছে কোম্পেনীটি।

বিশেষ করে এই কোম্পেনীর ৯০% তৈরী পোষাক আমদানী হয় বাংলাদেশ থেকে। এর প্রভাব বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাষ্ট্রিতেও । ইতিমধ্যেই কোম্পেনীটি বাংলাদেশের কয়েকটি গার্মেন্টস এর সাথে তাদের চুক্তি বাতিল করতে যাচ্ছে।

আরো জানা গেছে ব্রিটেনের অন্যতম পোষাক আমদানী কারক প্রাইমার্ক এবং আজডাও বাংলাদেশে তাদের অর্ডার বাতিল করতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD