1. sm.khakon0@gmail.com : udaytv :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় বানিয়াচংয়ের দুই যুবকের মৃত্যু

এস এম খোকন
  • শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫৫৯ বার পড়া হয়েছে

ভ্রমণে গিয়ে হবিগঞ্জের বাহুবলের মীরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই জেলার বানিয়াচংয়ের দুই যুবকের মৃত্যু হয়েছে।

২৯ মে রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজারে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জব্বর উল্লার পুত্র বাহরাইন প্রবাসী জমির উদ্দিন (৩৫) ও একই উপজেলার চানপাড়া গ্রামের সাবাজ মিয়ার পুত্র শাকিল আহমদ (২৫)।

জানা যায়, প্রবাসী জমির উদ্দিন, শাকিল আহমদসহ আরও কয়েকজন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গলে ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে ঐ স্থানে সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী দু’জন ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন , সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন বানিয়াচংয়ের জমির উদ্দিন ও শাকিল আহমদ ।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এখবর বানিয়াচংয়ে তাদের বাড়ীতে পৌছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাবা মাসহ প্রতিবেশীরা সবাই শোকে স্তব্দ হয়ে পড়েছেন। বাহরাইন প্রবাসী জমির মিয়া মাত্র তিনমাস পূর্বে বিয়ে করেছেন। স্বামী হারিয়ে স্ত্রী তানবিন নাহার (১৯) বার বার মুর্ছা যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD