মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর দিনে বীর মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ।
সাথে জীবিত মুক্তিযোদ্ধাদের একটি করে লুঙ্গি ও মৃত মুক্তিযোদ্ধার উত্তরাধীকে একটি করে শাড়ী উপহার দেয়া হয়। শুক্রবার ২৬ শে মার্চ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ফারুক আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আব্দুল খালেক, থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, , উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শিক্ষক বিপুল ভূষণ রায়,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply