সুলতানুল আরিফিন কাজল,নাটোরঃ নাটোরের সিংড়ায় ৭৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলো উপজেলার শ্রীরামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে রেজাউল ইসলাম (৩৮) ও মফিজ উদ্দিনের ছেলে বাহাদুর (৩০)।
শুক্রবার (১২ জুন) রাতে সিংড়া উপজেলার শ্রীরামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ওসি আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার শ্রীরামপুর মাসুদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৪ পিস ইয়াবাসহ তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং থানার মাধ্যমে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply