1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে নবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬০৯ বার পড়া হয়েছে

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে বুধবার নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি থেকে প্রতিবাদ জানানোর সময় মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্থায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম খোকন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোজাহিদ আহমেদ, নুরুজ্জামান ফারুকী, লানিং পয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়ছার আহমেদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য,

এস এম খলিলুর রহমান,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সজিব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম,নিরব তালুকদার,জাফর, সেলিম উদ্দিন,সাগর মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে রোজিনার মুক্তি দাবি করে ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের অওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD