1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করার অপরাধে মুন্না হামজাকে জেল দিয়েছে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট

মতিয়ার চৌধুরী লন্ডন
  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

লন্ডনে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অপরাধে মুন্না হামজা নামে চঞ্চাশ বছর বয়সী এক বাংলাদেশীকে তিন বছরের কারাদন্ড দিয়েছে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট।সাউথ ওয়েষ্ট লন্ডনের পেকহ্যাম এলাকার বাসিন্দা মুন্না হামজাকে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তি দেয় উলউইচ ক্রাউন কোর্ট।

গেল ১৯ মার্চ, শুক্রবার এই রায় ঘোষণা হয়।সামাজিক মাধ্যমে মুন্না হামজার পোস্টগুলো সম্পর্কে একব্যাক্তি পুলিশকে অবহিত করার পর ২০১৮ সালের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। সন্ত্রাসবিরোধী এক্ট ২০০৬ এর সেকশন ১ এর ২ ধারা মোতাবেক হামজাকে এই সাজা দেয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে সংবাদটি প্রকাশ করা হয়েছে।কাউন্টার টেরিরিজম কমান্ডার রিচার্ড স্মিথ জানান, ‘এই মামলার রায়ের মধ্য দিয়ে একটি বার্তা দেয়া গেছে যে, কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদকে উসকে দেয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

স্মিথ আরো বলেন, প্রতি বছর আমরা জনগণের সহায়তায় হাজার খানেক সন্ত্রাসী হুমকি নিয়ন্ত্রণ করে থাকি। আমি আবারো স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এমন কিছু দেখেন তাহলে পুলিশকে অবহিত করুন৷ আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই হামজাকে তার কর্মস্থল সেন্ট্রল লন্ডন থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সাথে তার কম্পিউটার, ফোন ও পেন্ড্রাইভ জব্দ করেছিল। ২০১৮ সালের ১৭ মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হামজার পোস্টগুলো সম্পর্কে একজন পুলিশকে অবহিত করেছিলেন। পুলিশ পুরোপুরি তদন্ত করে প্রাথমিকভাবে এই ধরণের পাঁচটি পোস্ট চিহ্নিত করে, যেখানে হামজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে সহিংসতার আহবান জানিয়েছেন। পুলিশ মুন্না হামজার বাংলাদেশের ঠিকানা উল্লেখ না করলেও নাম প্রকাশে অনিচ্চুক একজন ব্রিটিশ বাংলাদেশী জানান মুন্না হামজার বাংলাদেশের ঠিকানা শেরপুর জেলায় তিনি ২০০০ সালে ষ্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD