লন্ডন প্রতিনিধিঃ ব্রিটেনে রিপোর্টার্সদের ঐক্যতানে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ, ব্রিটিশ বাঙালিদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে যাত্রা শুরু হওয়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১২ সেপ্টেম্বর রোববার লন্ডন সময় বিকেল তিনটায় ইষ্টলন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্টাতা প্রেসিডেন্ট অধ্যক্ষ শাহেদ রাহমানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার সেক্রেটারী এটিএম মনিরুজ্জামান সভায় ২০১৮-২০২০ সালের কার্যকরী কমিটির বার্ষিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মিজানুর রহমান মীরু।
অভিষেক অনুষ্টানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২০২২ সালের নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ- ডেইলী স্টার, সেক্রেটারী অধ্যাপক সাজিদুর রহমান -জগন্নাথপুর টাইমস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী -দৈনিক উত্তরপূর্ব, ভাইস প্রেসিডেন্ট এটিএম মনিরুজ্জামান সম্পাদক ব্রিটিশ-বাংলা নিউজ,ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহ সেলিম আহমদ লন্ডন টাইমস নিউজ,এসিসটেন্ট সেক্রেটারি আমিনুল হক ওয়েছ এটিএন বাংলা, ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ বাংলা নিউজ ইউএস ডটকম, এ্যাসিসটেন্ট ট্রেজারার –এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস, অর্গানাইজিং সেক্রেটারি শাহ মোস্তাফিজুর রহমান বেলাল বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি- রুমী হক
স্বদেশ বিদেশ, সোসিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারি মিজানুর রহমান মীরু বিলেত টিভি, সদস্য শাহেদ রহমান দৈনিক যুগান্তর,ব্যারিস্টার মো: ইকবাল হোসেইন, জে টাইমস টিভি, আনসার মিয়া বাংলা সংলাপ, সেলিনা আক্তার জোৎস্না ইউরোবিডি নিউজ, রুমানা আফরোজ রাখি ডেইলী আমাদের সময়।
অভিষেক অনুষ্টানের দ্বিতীয় পর্বে ২০২১-২০২২ সালের নব নির্রাচিত কার্যকরী কমিটি সভাপতি আনসার আহমদ উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ – বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস আশিকুন নবী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, আহাদ চৌধুরী বাবু,
ব্যারিস্টার ইকবাল হোসাইন,মোস্তাফিজুর রহমান ও ২৬শে টেলিভিশনের সিইও জামাল খান, সোহেল আহমদ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply