বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত সৈদ্যাটুলা সাত মহল্লা ছান্দের অর্ন্তগত মাতাপুর ও মীরমহল্লার সর্দার এস এম হাফিজুর রহমানসহ মহল্লার লোকজন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় এমপি মজিদ খান বলেন মহান আল্লাহর ছায়া ও জনগণের বিশ্বাস না থাকলে কেউই নেতা হতে পারেনা। মহল্লাবাসীর বিশ্বাস আছে বলেই বারবার তাদের আমানত রক্ষায় সর্দারীর মতো একটি গুরু দায়িত্ব প্রদান করে যাচ্ছে। তাই সবার বিশ্বাস অর্জন করে সামনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা কামনা করছি।
তিন বছরের জন্য প্রত্যক্ষভোটে নির্বাচিত সর্দার এস এম হাফিজুর রহমান ছাড়াও এসময় মহল্লার অন্তত দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ মে মঙ্গলবার সকালে বানিয়াচং আইডিয়েল কলেজ মাঠে মহল্লাবাসীর প্রত্যক্ষভোটে মাতাপুর ও মীরমহল্লার সর্দার নির্বাচিত হয়েছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply