সুলতানুল আরিফিন কাজল,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে আগুনে রসুন, গম, চাল, নগদ টাকাসহ বসত ঘর পুরে নিস্ব হয়েছে একটি কৃষক পরিবার। ৬জুন শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিস্ব কৃষক দিঘলকান্দি মধ্যেপাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে হাবিবুর রহমান।
হাবিবুর রহমান জানান, রাত ৯ টার দিকে আমি স্ত্রীসহ আমার টিনশেট ঘড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ রাত সারে ১১টার দিকে ঘড়ের পশ্চিম পার্শের বেড়াতে কারেন্টের তারে আগুন দেখতে পাই। আমি চিৎকার চেচামেচী করলে এলাকাবাসীর এসে আগুন নিভাতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আগুনে তার ৫০মন রসুন, ১২মন গম, ৩মন মসুর, ২ বস্তা চার ও গরু ক্রয় করার ৪০ হাজার টাকা, টিনশেট ঘর, আসবাব পত্রসহ ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান মমিন আলী ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ত্রানের ব্যাবস্থা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, উপজেলা প্রশাসসনে পক্ষ থেকে নিস্ব পরিবারকে সাহায্যের চেষ্টা চলছে।
Leave a Reply