সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (২৬ মার্চ) বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের গৌরবময় দিনটি উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে বরগুনা জেলা প্রশাসন বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে ছিল ২৬ মার্চ প্রত্যুষে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, শহীদ স্মৃতিস্তম্ভ, গণকবর এবং মুজিব অঙ্গনে পুস্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, রাজনৈতিক ,সামাজিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন এবং পায়রা ও বেলুন উড়ানো, আলোচনা সভা ইত্যাদি।
বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক, পৌরমেয়র এ্যাড. মো. কামরুল আহসান মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশ্রাফুল ইসলাম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মোতালেব মিয়া, সাবেক মেয়র এ্যাড.মো.শাহজাহান মিয়া প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply