হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার “বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে করাঙ্গীনিউজ মিরপুর অফিস কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক দৈনিক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমকে সভাপতি, দৈনিক একাত্তর বার্তার প্রতিনিধি এফ আর হারিছকে সাধারন সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমটির অন্যান্য সদস্যরা হলেন হবিগঞ্জের সকাল প্রতিনিধি কাদির চৌধুরী বাবুল সহ সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন সহ সাধারন সম্পাদক, দৈনিক হবিগঞ্জ সমাচার প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর কোষাধ্যক্ষ।
সদস্যরা হলেন সৈয়দ আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক), সাঈদ আহমদ (দৈনিক আজকের পত্রিকা), জাবেদ আলী (দৈনিক সমকাল), সমুজ আলী রানা ( দৈনিক জাতীয় অর্থনীতির কাগজ), এম শামছুদ্দিন (দৈনিক ভোরের কাগজ), হুমায়ূন কবীর (দৈনিক যায়যায়দিন)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply