বানিয়াচং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২( বানিয়াচং-আজমিরগঞ্জ) আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদি, কাজল চ্যাটার্জি, ডাঃ মোহাম্মদ নাসিম ভূইয়া প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তজম্মুল হক চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এমপি মজিদ খান বলেছেন হাসপাতালের উন্নয়নে ৫০ শয্যা বিশিষ্ট বিল্ডিং নির্মাণের পাশাপাশি, বাউন্ডারি দেয়াল ও অবকাটামোগত উন্নয়ন অনেক করা হয়েছে। এখন সেবার মান আরো বৃদ্ধি করতে হবে । হাসপাতালে আসা রোগীদের আন্তরিকতার সহিত চিকিৎসা প্রদানের জন্য কর্মরত ডাক্তার ও নার্সদের নির্দেশনা প্রদান করেছেন।
Leave a Reply