বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আয়োজনে ৪ ঘণ্টাব্যাপী ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক লক্ষীবাওড় জলাবন (খরতীর জঙ্গল)এ অনুষ্ঠিত মিলন মেলায় সাংবাদিক ছাড়াও শিক্ষক এবং সুধিজনরা অংশ নেন।
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হামান কাজলের সঞ্চালনায় উপস্থিত সবাই নিজ সেক্টর নিয়ে কথা, এমন আয়োজনের প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক উপদেশ ও বক্তব্য প্রদান করেন।
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে একটি পরিবার, দেশ গঠনে এক সঙ্গে সবাই লড়বো। তবে নিশ্চয়ই অপসাংবাদিকতা আমাদের কাজ নয়। আমরা একটি স্বপ্ন নিয়ে একত্রিত হয়েছি, এই ভাবনা থেকেই এ দেশ ও দেশের মানুষকে নিয়ে সুন্দর কিছু করতে চাই। আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা কেউ নেতা হতে আসিনি।
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। আগামীতেও আমরা নিয়মিত এমন আয়োজন করবো। আগামীতে এই সংগঠনটির পরিধি আরও ব্যাপকতা লাভ করবে।
বক্তব্য সেশন শেষে সবাই হালকা নাস্তায় অংশগ্রহণ ও নিজেদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সন্ধ্যায় লক্ষীবাওড় জলাবন ত্যাগ করেন।
মিলন মেলায় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুফতি মাওলানা আতাউর রহমান, বিএসডি আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির আহমদ,বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সহ-সভাপতি এম এ তাহের ও মোহাম্মদ ইস্পাহানী, যুগ্ম-সাধারন সম্পাদক মখলিছুর রহমান বাচ্ছু ও ইয়াসিন আরাফাত মিল্টন, সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, অর্থ-সম্পাদক উমর ফারুক শাবুল, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ আল আসাদ, সমাজ কল্যান সম্পাদক বদরুল আলম আনছারী, সদস্য শেখ যোবায়ের আহমদ, মোঃ তফসির মিয়া প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করাঙ্গী নিউজ’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, প্রগতী লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় ইনচার্জ মোঃ মাসুক মিয়া প্রমুখ।
ছবি ক্যাপঃ প্রেসক্লাব নেতৃবৃন্দের একাংশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply