হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের নবাগত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনুয়ার হোসেন, মঞ্জু কুমার দাশ প্রমুখ।
এছাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply