হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং-হবিগঞ্জ সড়কে অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
আহতদের আশংকা জনক অবস্থায় উদ্ধার হবিগঞ্জ সদর ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩ জুলাই শুক্রবার বিকাল ২ঘটিকার সময় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের পুত্র সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের পুত্র পিযুষ পাল (২৮)। আহতদের নাম পরিচয় জানা যায়নি। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদএমরান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহত দুজননের মরদেহ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply