বানিয়াচংয়ে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। ১৫ মার্চ সোমবার বিকালে বানিয়াচং উপজেলার নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে ব্যবসা পরিচলনা করায় ৪টি প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি জানান স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। এছাড়া উপস্থিত বাজার কমিটির সদস্যদেরর উপস্থিতিতে করোনার ২য় পর্যায়ের প্রাদুর্ভাব সম্পর্কে অবগত ও সকলকে মাস্ক পরিধান করার জন্য সচেতনতা সৃষ্টি করার পরামর্শ প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply