1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে স্থানীয় সরকার মন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস এম খোকন
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে স্থানীয় সরকার মন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জি, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, আহাদ মিয়া, ব্যবসায়ী নেতা জয়নাল আবেদীন, যুবলীগ নেতা রেহাছ মিয়া, আলম্গীর মিয়া,

সাবেক ছাত্রলীগ নেতা এজেডএম উজ্জল, রফিকুল চৌধূরী রিপন, মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ। এছাড়া বিভিন্ন অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বানিয়াচং উপজেলায় আগমন করবেন। সফরকালে তিনি, উপজেলা পরিষদ ভবন উদ্বোধন, রত্নার পাশে আতুকুড়া নামক স্থানে একটি সড়কের ফলক উদ্বোধন, উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কারাসহ পর্যটন কেন্দ্র হিসেবে বাস্তবায়নাধীন বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদীঘি পরিদর্শন করবেন।

জাকজমক পূর্ণ হিসেবে উক্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ করার লক্ষে ইতিমধ্যে উপজেলা পরিষদ মাঠে প্যান্ডেল নির্মাণ, বানিয়াচং হবিগঞ্জ সড়ক ও বানিয়াচংয়ের বিভিন্ন পয়েন্টে অন্তত ৬০টির মতো তোরণ নির্মাণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানকে শতভাগ সফল করতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD