বানিয়াচংয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রথম স্থান অর্জন করেছে।বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিভিন্ন দফতর কর্তৃক স্থাপিত ২৪টি স্টলের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রথম, উপজেলা প্রাণী সম্পদ অফিস দ্বিতীয় ও উপজেলা কৃষি অফিস তৃতীয় স্থান অর্জন করে।
২৩ মার্চ বৃহস্পতিবার সমাপনী দিনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা সহ বিভিন্ন দফতর প্রধান।
পরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টলের প্রতিনিধিদের নিকট ক্রেস্ট তুলেদেন অতিথিবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply