হবিগঞ্জের বানিয়াচংয়ে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মালম্বীদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহ্জ্বা এডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সুফিয়া মতিন মহিলা কলেজর অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, হাফেজ মোঃ শামরুল ইসলাম, মোঃ এরশাদ আলী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম
আকবর চৌধুরী, দুপ্রক এর সভাপতি বিপুল ভূষণ রায়, আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, শাহজাহান মিয়া, হিন্দু বৌদ্ব খ্রিষ্টা ঐক্য সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাধব দেব, ইউএনও অফিসের উপপ্রশাসনিক অফিসার সুব্রত দেবসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১২৬টি পূজামন্ডপের অনুকূলে প্রত্যেকটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৫০০ কেজি করে মোট ৬৩ মেট্রিকটন চাল বিতরণ করেন প্রধান অতিথি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply